ডুমুরিয়ায় মাদক কারবারি ও জুয়াড়িসহ ২০জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪১ পিএম, ১৩ জুন,রবিবার,২০২১ | আপডেট: ১১:০৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
খুলনার ডুমুরিয়ায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতা ও জুয়াড়িসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতভর ডুমুরিয়া থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আজ রবিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ও জুয়া মুক্ত ডুমুরিয়া গড়ার লক্ষ্যে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর নির্দেশনা এবং ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে ডুমুরিয়া থানার এসআই হামিদুল ইসলাম সংগীয় ফোর্সসহ শনিবার রাতে শাহাপুর মধুগ্রাম কলেজের পাশ থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাসানপুর গ্রামের কেসমত আলী সরদারের ছেলে আবু মুসা (২০), আনোয়ার সরদারের ছেলে মহিদুল সরদার (২১) এবং মধুগ্রামের আঃ জলিলের ছেলে জনি গাজী (১৯) কে গ্রেফতার করেন।
থানার এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে অপর এক অভিযানে সদর ইউনিয়নের গোলনা এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় গোলনা গ্রামের বাপ্পি খান (২০), মোঃ ইয়াছিন শেখ (৪০), মহিউদ্দীন শেখ (৩৫), মাহাফুজুর রহমান খান (২০), হেমায়েত খান (২২), আজাদ খান (২৭), শরিফুল ইসলাম শেখ (৩০), রাশেদুল ইসলাম (২৫), আমিনুর রহমান শেখ (২৫), তৈয়েবুর রহমান শেখ (২২), মোঃ আরিফ খান (২২) কে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে তাস, নগদ ৫৯০ টাকাসহ গ্রেফতার করা হয়।
এ ছাড়া থানার মালতিয়া এলাকায় এসআই শিহাব উদ্দীনের নেতৃত্বে জুয়া খেলা রত অবস্থায় জুয়াড়ি চুকনগর এলাকার রফিকুল ইসলাম (৩৪), ইয়াসিন গাজী (২৫), নজরুল ইসলাম (২২), রবিউল ইসলাম (৩০) এবং মালতিয়া গ্রামের শাহিন মোড়ল (২৮)কে গ্রেফতার করা হয়েছে।
এ সময় জুয়াড়িদের কাছ থেকে তাস, নগদ টাকা উদ্বার করা হয়। এ ছাড়াও অপর এক অভিযানে আরাজি সাজিয়াড়া গ্রাম থেকে সিআর মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামী আতাউল্লাহ শেখ (২৭)কে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এবং জুয়া আইনে পৃথক ৩ টি মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।