টঙ্গীবাড়ীতে ২ ভাইকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪২ এএম, ১২ জুন,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৩২ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ ভাইকে কিুপয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা এখন সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
জানাগেছে, টঙ্গীবাড়ী উপজেলার হাট বালিগাওঁ গ্রামের মনির হোসেন গংদের সাথে একই গ্রামের বাবু শেখ গংদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে মুন্সীগঞ্জ আদালতে পিটিশন মোকদ্দমা নং ৮১/২১ দায়ের করেন। এই মামলায় শুক্রবার দুপুরে টঙ্গীবাড়ী ভূমি অফিসের লোকজন তদন্ত করতে গেলে এনিয়ে দু-পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পরে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বালিগাওঁ বাজারে মনির হোসন (৪৪) ও জাহাঙ্গীরকে (৪৫) দুই ভাইয়ের উপর হামলা চালায় বালিগাওঁ গ্রামের মৃত শেখ মোহাম্মদ এর ছেলে বাবু শেখ (৪২), মৃত শেখ মোছলেমের ছেলে শাহ-আলম (৩৫), মৃত মরন শেখের ছেলে দ্বীন ইসলাম ( ৪৫), মৃত তমিজউদ্দিন শেখের ছেলে মালেক শেখ (৫৫) ও বারেক শেখের ছেলে তারেক শেখ (২২)।
এ সময় দুই ভাইয়ের মাথায় একাধিক কোপ মেরে গুরুতর জখম করা হয়। পরে এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভিকটিম জাহাঙ্গীর জানান, বাবু, দ্বীন ইসলামরা কোন কাজ করেনা। এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। বালিগাওঁ বাজারে ওরা আমাকে ও আমার ভাইকে কুপিয়ে জখম করে। কিছুদিন আগে আমি মালয়শিয়া হতে সোয়া ১ ভরি ওজনের স্বর্নের চেইন আনছি আমার গলা হতে ছিনাইয়া নিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি হারুন অর রশিদ জানান, ওই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।