সুন্দরবনে বাঘের আক্রমনে আহত হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ এএম, ১১ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:২৩ এএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
সুন্দরবনে বাঘের আক্রমনে আহত হওয়া একটি মায়া হরিণকে (বার্কিং ডিয়ার) বাগেরহাট জেলার মোংলা থেকে উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মোংলা উপজেলার বৈদ্যমারি বাজার সংলগ্ন দুলালের বাড়ি থেকে আহত হরিণটিকে উদ্ধার করা হয়। নিবির পর্যবেক্ষন ও প্রাথমিক চিকিৎসা শেষে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা টহলফারি সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় ওয়াইল্ডটিম প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম বলেন, দুলাল ঘর থেকে আহত হরিণটিকে বাড়ির পাশের বাগানে যন্ত্রনায় কাতরাতে দেখছিল। পরবর্তী আমাদেরকে খবর দিলে আমরা হরিণটিকে উদ্ধার করেছি। পরে বন বিভাগকে জানালে বন বিভাগ হরিণটিকে নিয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ এনামুল হক বলেন, খবর পেয়ে আমরা হরিণটিকে উদ্ধার করেছি। হরিণটির শরীরে কয়েকটি আচড় রয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এগুলো বাঘের নখের আচড়। আমরা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন সে সুস্থ রয়েছে। আমরা দুপুরের দিকে আহত হরিণটিকে রেঞ্জের নন্দবালা টহলফারি সংলগ্ন বনে অবমুক্ত করেছি।