লাউয়াছড়া জাতীয় উদ্যানে আন্ত:নগর পারাবত ট্রেন এক ঘন্টা আটকে আছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯ পিএম, ১০ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:১৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সিলেট-আখাউড়া রেলপথে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের উপর গাছ পড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী যাত্রীবাহী ৭০৯ আপ আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন এক ঘন্টা আটকা পড়েছিল। এসময় সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী ৭১৯ নং ডাউন যাত্রীবাহী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল।পড়ে যাওয়া গাছটি কেটে সরালে এক ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টা ০৫ মিনিটে এ ঘটনা ঘটলে বেলা ১টা ১৫ মিনিটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কমলগঞ্জ ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে রেললাইনের ধারের একটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে। ফলে শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করে সিলেট অভিমুখী যাত্রীবাহী ৭০৯ নং আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন এসে পাহাড়ি এলাকায় আটকা পড়ে। এসময়ে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী যাত্রীবাহী ৭১৯ নং ডাউন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। ঘটনার খবর পেয়ে রেলকর্মী ও বনকর্মীরা এসে পড়ে যাওয়া গাছ কেটে সরানোর পর বেলা ১টা ১৫ মিনিটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।