ব্লাকে বিক্রি হচ্ছে জয়পুরহাটে ট্রেনের টিকিট, আটক ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৭ পিএম, ১০ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:০৭ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
জয়পুরহাটে ব্লাকে বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট। এই অভিযোগে পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বুধবার বিকালে শহরের রেলস্টেশন এলাকা থেকে ট্রেনের ব্ল্যাক টিকিট বিক্রির সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জয়পুরহাট পৌর এলাকার শান্তিনগর মহল্লার মৃত মোবারক আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), আদর্শপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে আব্দুল মমিন (৩২), তেঘর মহল্লার আব্দুল ওহাবের ছেলে রাকিবুল হাসান (২৪), সগুনা মহল্লার আসলাম হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৬), সবুজনগর মহল্লার মোসলেম হোসেনের ছেলে মশিউর রহমান (৪২)।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ভূয়া জাতীয়পত্র ব্যবহার করে টিকিট কিনে তা দ্বিগুণ দামে বিক্রি করে আসছিল। রেলস্টেশন এলাকায় কালো বাজারে টিকিট বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ট্রেনের ৪২ টিকেটসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
জয়পুরহাট শহরের একজন যাত্রী মো: মাহমুদ জানান যখনই অনলাইনে টিকিট কাটার জন্য যাই তখনই বলে টিকেট শেষ। কালোবাজারীরা উচ্চ ক্ষমতাসম্পন ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে সব টিকেট কেটে উচ্চ মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। এখনও আরও কিছু সদস্য সক্রিয় আছে বলে জানান ভুক্তভেগীরা।