কাপাসিয়ায় রোটারীয়ানের আর্থিক সহায়তায় দরিদ্র পরিবারের কন্যার বিয়ে সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০১ পিএম, ১০ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৩০ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়ার প্রত্যন্ত পল্লী গ্রামে ‘রোটারী ক্লাব অব উত্তরা’র সদস্য ইসমাইল হোসেনের আর্থিক সহায়তায় অসহায় হত-দরিদ্র পরিবারের কন্যা শান্তার বিয়ে সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার (৯ জুন) দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তার পরিবার ও প্রতিবেশীরা সন্তুষ্টি প্রকাশ করে।
জানা যায়, উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামের হত-দরিদ্র শাহাবুদ্দিন তার অসুস্থ্যতাজনিত কারণে মেয়ের বিয়ে দিয়েই অসহায় হয়ে পড়েছিলেন। এরই মাঝে মাদরাসা পড়ুয়া কন্যা শান্তা’র বিয়ের প্রস্তাব নিয়ে আসেন একই গ্রামের যুবক শাহিন। প্রতিবেশীদের সার্বিক সহযোগিতায় বিয়ের দিন ধার্য হলেও কন্যা দানে আর্থিক সহায়তার খুব বেশী প্রয়োজন ছিল।
খবর পেয়ে ‘রোটারী ক্লাব অব উত্তরা’র অধিনে স্থানীয় আরসিসি জলপাইতলা’র সদস্য এলাকার কৃতিসন্তান মোহাম্মদ মামুন সিরাজুল আলম এগিয়ে আসেন। পরবর্তীতে ‘রোটারী ক্লাব অব উত্তরা’র প্রেসিডেন্ট রোটারীয়ান নাজমুল হক রিপন ও সাবেক প্রেসিডেন্ট রোটারীয়ান এম এন কবিরের পরামর্শে সদস্য ইসমাইল হোসেন বিয়ের আনুষ্ঠানিকতার সকল খরচ বহন করেন।
কন্যার বিয়েতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন মেয়ের পরিবারের সদস্যরা।