কাপাসিয়ায় ভূমি সহকারীর বদলীর খবরে এলাকায় মিষ্টি বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৩ পিএম, ৯ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:০৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়ন ভূমি অফিসের বহুল আলোচিত ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) বাবুল মিয়ার বদলীর খবরে এলাকায় স্বস্তি ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার দুপুরে তরগাঁও ইউপি কার্যালয় ও স্থানীয় লতাপাতা বাজারে মিষ্টি বিতরণ করা হয়েছে। তরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হাসেম ও এলাকার কয়েকজন যুবক স্বপ্রণোদিত হয়ে এসব মিষ্টি বিতরণ করেন।
জানা যায়, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ২ আগষ্ট এবং ২০১৮ সালের ১ ফেব্রুয়ারী থেকে ২০২১ সালের ৩১ মে পর্যন্ত দুই দফায় ৬ বছর ঘুষ, দুর্নীতি ও অনিয়মে ওই ভূমি কর্মকর্তা বেশ বেপরোয়া ছিলেন। তাঁর বিরুদ্ধে বহু মানুষ অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। অবশেষ এলাকায় ভুক্তভোগী গ্রাহক ও সাধারণত মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
নামজারী করতে আসা তরগাঁও গ্রামের মোঃ শহীদুল্লাহ (নথি নং তর-২৬৫৬ তারিখ ১৬/৩/২১) বাঘিয়া গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র আবু সাঈদ ও নবীপুর গ্রামের তাজ উদ্দিনের নিকট থেকে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়।
বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করলে অবশেষে তাকে একই উপজেলার টোক ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়েছে বলে জানা যায় ।
তরগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান আবুল হাসেম ও বর্তমান চেয়ারম্যান আইয়ুবুর রহমান সিকদার জানান, দুদকের অভিযুক্ত বাবুল মিয়া বিরুদ্ধে শতশত অভিযোগ রয়েছে। তাঁকে বদলী ও সাময়িক বরখাস্ত করা সমীচিন নয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান চেয়ারম্যানদ্বয়।
এ ব্যাপারে অভিযুক্ত ভূমি সহকারী বাবুল মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।