দোয়ারাবাজারে সড়কের বেহাল দশা, এলাকাবাসীর মানববন্ধন ও সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫০ পিএম, ৯ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:০৭ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সড়কগুলোর অবস্থা খুবই বেহাল। এক যুগেরও বেশি সময় ধরে উপজেলার সাথে ইউনিয়ন পর্যায়ের যোগাযোগের একমাত্র মাধ্যম সড়কগুলো মেরামত না করার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে উপজেলার লক্ষ-লক্ষ জনসাধারণ।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলার সুরমা ইউনিয়নের খৈয়াজুরি এলাকায় সড়ক মেরামতের দাবিতে প্রথমে ঘন্টাব্যাপী মানববন্ধন করে ৩ ইউনিয়নের ভুক্তভোগী জনসাধারণ। পরে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
ভোক্তভোগী এলাকাবাসী জানান- জেলার দোয়ারাবাজার উপজেলা সদর থেকে মহব্বতপুর রাবার ড্যাম ভায়া লিয়াকতগঞ্জ সড়ক ও বোগলাবাজার হতে পূর্ব বাংলাবাজার সড়কসহ উপজেলার প্রতিটি সড়কে বড়বড় খানাখন্দে ভরপুর। যানবাহন নিয়ে চলা দূরের কথা পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছে। উপজেলার প্রতিটি সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তাই আগামী এক সপ্তাহের মধ্যে সড়ক মেরামত করে যানবাহন চলাচলের উপযুক্ত করে না দিলে উপজেলা ও জেলা শহরের সাথে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। সেই সাথে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেওয়া হবে বলে ভুক্তভোগী দোয়ারাবাজার উপজেলাবাসী জানায়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলার বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আব্দুল আউয়াল, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজান মিয়া, উপজেলা ট্রাক মালিক সমিতির কোষাধ্যক্ষ সোহাগ মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আক্তার হোসেন, সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি আমজাদ হোসেন, শিক্ষক কামরুল ইসলাম, লোকমান হোসেন প্রমুখ।