সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে নিহত- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৮ পিএম, ৫ জুন,শনিবার,২০২১ | আপডেট: ০২:২১ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ভোলায় সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৫ জুন) সকাল ৯টার দিকে জেলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মালেক (৫০) ও জসিম (৪০)। এ ঘটনায় শাহাবুদ্দিন ও কবির নামে আরও দুই শ্রমিককে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মালেক ঘর মালিক এবং জসিম রাজমিস্ত্রী বলে জানা গেছে। তার বাড়ি স্থানীয় পাকার মাথা নামক এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, সকালে সোনাডগী গ্রামের মালেকের বাথরুমে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের কাজ করতে নামেন মিস্ত্রী জসিম। তিনি ফিরে না আসায় ঘর মালিক আ. মালেক তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করেন। তিনিও বের না হওয়ায় আসায় অপর দুই মিস্ত্রী ভেতরে প্রবেশ করে। তারা কেউ ফিরে না আসায় এক পর্যায়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।
ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আরমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।