জয়পুরহাটে র্যাবের অভিযানে ৩৭৬ পিস ট্যাপেন্টা ট্যাবলেট ও ৯৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪২ পিএম, ২ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:২১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
জয়পুরহাটে র্যাবের অভিযানে ৩শ ৭৬ পিস ট্যাপেন্টা ট্যাবলেট ও ৯৮ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
র্যাব-৫ জয়পুরহাট কোম্পানী অধিনায়ক ফ্লাইট লেঃ মারুফ হোসেন খান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকা হতে ২শ ৭৬ পিস ট্যাপেন্টা ট্যাবলেট, ১টি মোবাইল, ১টি সীমকার্ড ও নগদ ৪শ টাকাসহ ২ জনকে গ্রেফতার করে। অপর অভিযানে পাঁচবিবি উপজেলার হাটখোলা বাজার এলাকা হতে ৯৮ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ৪টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ডসহ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফকারকৃত ৪ জন হলো নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার সিলিমপুর এলাকার মৃত খলিলের পুত্র সাজেদুল ইসলাম সাজু(২০), আতোয়ার রহমানের পুত্র শাহীন আরম(২৪), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের সাইদুল ইসলামের পুত্র আব্দুর রহিম(১৮) ও আব্দুর রশিদের পুত্র রনি বাবু(২৩)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। তারা সকলে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টা ট্যাবলেট ও ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে তা জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় এবং পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।