সুনামগঞ্জে বজ্রপাতে ইমামের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫ এএম, ২ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:০৮ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সুনামগঞ্জে বজ্রপাতে এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত ইমামের নাম- আব্দুল খালেক (৫০)। তিনি জেলার ধর্মপাশা উপজেলার পাইকরহাটি ইউনিয়নের সাতুর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার (৩১ মে) রাত অনুমান সাড়ে ৯টা অনেক খোঁজাখুজির পর হাওর থেকে ওই ইমামের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল সোমবার সকালে ইমাম আব্দুল খালেক তার একটি গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পাশর্^বর্তী হাওরে নিয়ে যায়। ওই সময় আকাশ মেঘলা ছিল। তখন হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ইমাম আব্দুল খালেকের মৃত্যু হলেও কেউ তা জানতো না। তাকে কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। অবশেষে অনেক খোঁজাখুজির পর রাত সাড়ে ৯টায় হাওরের মাঝে ইমাম আব্দুল খালেকের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।
এঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি নির্মল দেব সাংবাদিকদের বলেন- বজ্রপাতে ইমাম আব্দুল খালেকের বুকের কিছু অংশ জ¦লসে গেছে। কান দিয়ে রক্ত বের হচ্ছিল। একারণে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।