মীরসরাইয়ে ৩ শিশু সহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২০ এএম, ২ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:২০ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৩ শিশুসহ ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় রোহিঙ্গাদের পালাতে সাহায্যকারী দালাল চক্রের ৩ সদস্যকে ও আটক করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে তাদেরকে উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের একতটি এলাকা থেকে বিশেষ অভিযান চালিযে আটক করা হয় বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন। আটককৃত রোহিঙ্গারা হলেন- নূরজাহান বেগম (২২), রেহানা আক্তার (২০), আছিয়া বেগম (১৯), নূর খাইয়াছ (২৬), মিনারা বেগম (২১), মনিয়া বেগম (২৩), কহিনরু আক্তার (৩০), মোঃ জিসান (১১), জান্নাতুল নাঈমা (৯) ও জেসমিন আক্তার (১৩)। আটক দালাল চক্রের সদস্যরা হলেন- নোয়াখালীর সুবর্ণচরের বেলাল হোসেন (৩০), একই এলাকার মোঃ জুয়েল (২২) ও সন্ধীপের দিদারুল আলম (২৩)।
ওসি (তদন্ত) হেলাল উদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানান, দালাল চক্রের সাহায্যে সাগর পাড়ি দিয়ে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ হয়ে চট্টগ্রাম যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা সকলেই নারী। এদের মধ্যে ৩জন শিশু রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে দু’টি মামলা দায়ের করেছে। এর মধ্যে একটি মামলা দালাল চক্রের বিরুদ্ধে মানবপাচার আইনে এবং অন্যটি অভিবাসী আইনে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিরুদ্ধে বলে ও জানিয়েছেন তিনি।