কক্সবাজারে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৫ পিএম, ১ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:৩৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল সোমবার (৩১ মে) সন্ধ্যায় শহরের রুমালিয়ারছড়ার সিকদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রুমালিয়ারছড়া এলাকার লেদু মিয়ার ছেলে মোহাম্মদ সাহেদ (২৮) ও তার সহযোগী ঘোনা এলাকার নুরুল করিমের ছেলে রায়হানুল ইসলাম রায়হান (২৫)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রুমালিয়ারছড়া এলাকার আশু আলী বাহিনীর সঙ্গে রায়হান বাহিনীর সংঘর্ষ হয়। একটি জমিকে ঘিরে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় মোহাম্মদ সাহেদ গুলিবিদ্ধ হন।
এদিকে রায়হানুল ইসলাম রায়হানকে কুপিয়ে জখম করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয় বলে এলাকাবাসী জানায়।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, নিহত রায়হানের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। দুই বাহিনী সেখানে আধিপত্য নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষে লিপ্ত হয়।
পুলিশ অভিযান চালিয়ে তাদের সদস্যদরে গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে আবারও তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়।