জেলের তালা ভাঙব, শামীম ভাইকে আনব
প্রকাশ: ০৩:৩৬ এএম, ২৩ নভেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০১:২০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ড. রেজোয়ান সিদ্দিকী
প্রিয় শামীম ভাই, তথা এস এম গোলাম কিবরিয়া ভাই, আমাদের শত কোটি সালাম ও শুভাশিস জানবেন। আমরা অতীব দুঃখের সাথে লক্ষ করলাম, একটি আজেবাজে পত্রিকায় আপনার কারাবাস সম্পর্কে মিথ্যা, উদ্দেশ্যমূলক, অমানবিক, নিষ্ঠুর রিপোর্ট করার পরিপ্রেক্ষিতে সদাশয় সরকার আপনার চরম অসুস্থতা উপেক্ষা করে আপনাকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে ফের কারাগারে পাঠিয়েছে। সংশ্লিষ্ট পত্রিকার এমন অমানবিক কর্মকাণ্ডের জন্য আমরা পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে সারা দেশে এক হাজার মানহানির মামলা করব এবং এর সম্পাদককে প্রতি জেলার ঘোলা পানি খাইয়ে ছাড়ব। এ ছাড়াও আমরা পত্রিকার সম্পাদক, প্রকাশক, রিপোর্টার- এমনকি হকারদের বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করব। ব্যাটারা ঘুঘু দেখেছে, ফাঁদ তো দেখেনি। এবার জি কে শামীম ভাই তাদের ফাঁদ দেখিয়ে ছাড়বেন।
আমাদের আদরের শামীম ভাই, আপনাকে কী আর বলব, দিন তো সবসময় সমান যায় না। কিন্তু উত্থান-পতন তো হয়ই। সেটি নিজেও জানেন। আপনি যখন সরকারের হাজার হাজার কোটি টাকার কাজ বাগিয়েছেন, তখন তো দেখেছেন, কত রথী-মহারথী আপনার করতলে লুটিয়েছে। কত বড় বড় হোমরা-চোমরা আপনার মধুকুঞ্জে আরাম-আয়েশে নেশা করেছে। না, তাদের সবাইকে কিন্তু আপনি নিমকহারাম বলতে পারেন না। এলজিইডিতে এমন কোনো টুনটুনি পক্ষীও ছিল না, যে আপনার বিরুদ্ধে যেতে পারে। আমরা তো সাক্ষী, আপনি যখন মন্ত্রীর মতো সাইরেন বাজিয়ে বিভিন্ন দফতরে যেতেন, সবাই কী সম্মান করত আপনাকে। আপনি জহুরি লোক। কোন দেবতা কোন ভোগ চায় আপনি তা জানতেন। রাজধানীর বিভিন্ন প্রান্তে আপনি তৈরি করেছিলেন নানা আমোদ-ফুর্তির রংমহল। আমরা যারা আপনার গুণমুগ্ধ শিষ্য-সাবুদ, তারা সেসব ফুর্তির আয়োজন ভারতীয় হিন্দি সিনেমায় দেখেছি। আপনার মতো মহৎপ্রাণ ব্যক্তির সংস্পর্শে এসে সেসব দৃশ্য নিজ চোখে দেখেছি। এভাবে আমাদের জীবন ধন্য করেছেন।
যা হোক, কিছু লোকের আনাড়িপনা আর বেঈমানির কারণে আপনার মসৃণ চলার পথ খানিকটা বাধাগ্রস্ত হয়েছে। ক্যাসিনো বাণিজ্যে সহযোগী ছিলেন বটে, কিন্তু আপনি তো সরাসরি সে বাণিজ্যে যুক্ত ছিলেন না। আপনি হলেন কিংবদন্তি নির্মাতা, বিল্ডার। হাজার হাজার কোটি টাকার কারবার আপনার। আপনি কৌশলী মানুষ। হাজার হাজার কোটি টাকার টেন্ডার বাগিয়ে নিয়েছেন। কিন্তু কেউ বলতে পারবে না, আপনি সিমেন্টের বদলে মাটি দিয়েছেন, রডে ফাঁকি দিয়েছেন। দামটা একটু বেশি নিয়েছেন, এই যা। কিন্তু দাম বেশি কে না নিচ্ছে? বালিশ কেনা হয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে। পর্দা কেনা হয়েছে ৬৭ লাখ টাকা দিয়ে। তারা বেশি নেয়নি? অনেকে আবার কার্টন জমা দিয়ে কোটি কোটি টাকার বিল তুলে নিয়েছে। আপনি তো তা করেননি। আপনার তৈরি করা বহুতল ভবনগুলো ঠিকই দাঁড়িয়ে আছে। কোনো বাপের ব্যাটা থাকলে বলুক, এখানে কোনো ভবনই নির্মিত হয়নি। জি কে শামীম ভবন চুরি করেছে।
কিন্তু আপনার কাজ বন্ধ করে দিয়ে সরকার মারাত্মক ভুল করেছে। কে যে সরকারকে কী বোঝায়, বলতে পারি না। ঠিক আছে, যদি আপনি বিল বেশি নিয়ে থাকেন, তা হলে বাড়তি টাকাটা চাইলে নিশ্চয়ই দিয়ে দিতেন। দু-চার শ’ কোটি টাকা আপনার হাতের ময়লা ছিল। এখন সরকারি কাজ বন্ধ। নির্দিষ্ট সময়ে নির্মাণকাজ শেষ হবে না। আপনাকে ছাড়া কেমন করে হবে? দেখবেন, ওই আজেবাজে পত্রিকাগুলো বলতে শুরু করবে- নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ হলো না। এসব কাজ সম্পন্ন করতে প্রকল্প ব্যয় বাড়বে। তাতে সরকারের ক্ষতি বৈ লাভ হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস, সরকার ওসব অসম্পূর্ণ কাজ শেষ করতে আপনাকে ডাকল বলে।
হে মহৎপ্রাণ শামীম ভাই, কিছু জুয়াড়ির অপরিণামদর্শী ঢিলেঢালা কাজের জন্য তাদের সাথে আজ আপনাকেও কারাগারে যেতে হয়েছে। স্বীকার করতে হবে, তারা রাজনীতিতে আপনার চেয়ে প্রভাবশালী ছিলেন। কিন্তু একটা বিষয় তো আপনি মানবেন, তাদের পেছনেও যে শক্তি আছে, আপনার পেছনে আছে তার চেয়েও বড় শক্তি। আপনার কলিজা বড়। এক চিফ ইঞ্জিনিয়ারকেই আপনি দেড়শ’ কোটি টাকা ঘুষ দিয়েছেন। তারা সবাই তো নিকমহারামি করেননি। ওই ইঞ্জিনিয়ার টাকাটা একা খাননি। দিয়ে থুয়েই খেয়েছেন। সেসব তো ওয়ার্ক করেছে। একেবারে কোনো কাজ দেননি, তা তো বলা যাবে না। কাজ দিয়েছেন। আর সে কারণে যুবলীগ নেতা সম্রাটের মতো আপনিও হাসপাতালে ঠাঁই পেয়েছিলেন।
জি কে ভাই, আপনার জন্য আমরা সাগরেদরা কিছুই করিনি, তা কিন্তু বলতে পারবেন না। আপনার যে সব টাকা-পয়সা আমাদের কাছে রয়েছে, তার হদিস কেউ জানে না। সবাই মনে করছে, শামীমের সব কিছু তো জব্দ। কিন্তু আমরা আছি না? আর সেভাবেই আপনি কারাগারের নামে বিএসএমএমইউতে ভিআইপি সেবাও পাচ্ছিলেন। আমরাও আপনার নগদ টাকা সিন্দুকে লুকিয়ে বিষয়: