ভালুকায় ভাষা সৈনিক মোস্তফা মতিন অমর একুশে বই মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৬ এএম, ২৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:২৭ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
ময়মনসিংহের ভালুকায় শুরু হয়েছে ৮দিন ব্যাপী ভাষা সৈনিক মোস্তফা মতিন অমর একুশে বই মেলা।
গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধায় ভালুকা উপজেলা পরিষদ চত্বরে এ মেলা’র উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
মোস্তফা মতিন তনয়া ও ময়মনসিংহ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সদস্য মনিরা সুলতানা মনি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, ভালুকা পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম মানিকসহ বিভিন্ন সুধীজনেরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আ’লীগ নেতা আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক,সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে চলবে এ মেলা।
এদিকে উদ্বোধনের পর থেকেই বই প্রেমীদের পদচারনায় এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে উপজেলা পরিষদ চত্বরটিতে। মেলা প্রাঙ্গনে প্রতিদিন সন্ধায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
উপজেলা সদরের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপভোগের আয়োজন রয়েছে মেলা চত্বরে।