বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৯ পিএম, ২২ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৪:৩৮ এএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
জামালপুরে পাঁচ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা।
আজ সোমবার (২২ মার্চ) দুপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।
শহরের বকুলতলা চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনটির জামালপুর জেলা শাখার সভাপতি মো. জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদের, ওয়াজেদ আলী, আবু বকর, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সময় বক্তারা বেতন গ্রেড ১১তম প্রদান, শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, উচ্চতর কম্পিউটার প্রশিক্ষণ, শিক্ষা মন্ত্রণালয়ের চাকুরীবিধি ২০১২ দ্রুত বাস্তবায়নসহ ৫ দফা দাবী জানান।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।