শিক্ষামন্ত্রীর আস্কারায় আজকের এ অবস্থা, কলিমউল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৪ পিএম, ৪ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:০২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নিজের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে দুষলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর আস্কারায় আজকের এ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবেদনের আংশিক প্রকাশ করে আমাকে হেয় করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন এখনো আমরা পাইনি। এর আগেই কেন গণমাধ্যমে এমন খবর প্রকাশ হলো? শিক্ষামন্ত্রীর নিজস্ব তদারকিতে আমার বিরুদ্ধে এসব প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি একেবারেই হিনমন্যতার পরিচয়।
আমি নিয়মিত ২০-২২ ঘণ্টা ক্যাম্পাসে সময় দিই। অথচ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়। আমি নাকি ক্যাম্পাসে থাকি না।
উল্লেখ্য, বেরোবির শেখ হাসিনা হল এবং ড. ওয়াজেদ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখতে ইউজিসিকে নির্দেশ দেয়া হয়। নির্দেশনা পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামে ইউজিসি। তদন্ত কমিটি অনিয়মের সঙ্গে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর জড়িত থাকার প্রমাণ পায়।
ইউজিসির তদন্ত কমিটি প্রধানমন্ত্রী অনুমোদিত নকশা পরিবর্তনের মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়ানোর অজুহাতে অনিয়মের বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদনে ভাইস চ্যান্সেলর, তার ভাগ্নে ইঞ্জিনিয়ার মজনুর কাদের এবং অন্যান্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে।