চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে জাবিতে আমরণ অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৬ এএম, ১ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০২:৫৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থীরা ৩ বছর ধরে একই বর্ষে থাকায় তাদের চূড়ান্ত পরীক্ষার দাবিতে আমরণ অনশনে বসেছেন।
আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ অনশনে বসেন তারা। প্রাণিবিদ্যা বিভাগের নুর হোসেন এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের নাঈম শেখ এ আমরণ অনশনে বসেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে পাশে দাঁড়িয়েছেন একই ব্যাচের অন্তত ২৫ জন শিক্ষার্থী। অনশনে থাকা নাঈম শেখ জানান, তিন বছর ধরে আমরা একই বর্ষে আছি। মানসিকভাবে আমরা বড় ধরনের সমস্যায় আছি। আমরা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি। আমরা চাই বিশ্ববিদ্যালয় অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমে রোজার ঈদের আগে আমাদের পরীক্ষা নিয়ে নিক। যাতে আমরা ঈদের পরে পরবর্তী বর্ষের ক্লাস করতে পারি।
নুর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চার বছর হলো অথচ এখনও আমরা তৃতীয় বর্ষ শেষ করতে পারলাম না। প্রশাসনকে বলব তারা যেন আমাদের দাবি মেনে নেয়। স্মারকলিপি প্রদানের তিন কার্যদিবস পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কিছু জানাতে চাইলেও আজ পর্যন্ত এ ব্যাপারে কিছুই জানায়নি।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তানভীর জানান, আমাদের শিক্ষা কার্যক্রম ২০১৯ সালের ডিসেম্বর মাসেই শেষ হয়। কিন্তু আজ পর্যন্ত পরীক্ষায় বসতে পারি নাই। উল্লেখ্য, ৪৬ ব্যাচের শিক্ষার্থীরা এর আগে চূড়ান্ত পরীক্ষার দাবিতে মানববন্ধন এবং ২ ফেব্রুয়ারি ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছিলেন।