জাবি ক্যাম্পাসে পাখিদের বাড়ি বানিয়ে দিলো ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৩ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৬:১৪ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে পাখির নিরাপদ বাসস্থান তৈরির উদ্দেশ্যে বিভিন্ন গাছে মাটির হাড়ি স্থাপন করেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা৷
আজ শনিবার (০৯ নভেম্বর) দিনের বেলায় এই কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল৷
এসময় ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুরাদ বলেন, প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পশুপাখিদের জন্য অভয়ারণ্য হিসেবে সারা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত। ঘন ঝোপঝাড় নিধন ও ব্যাপকহারে বিল্ডিং তৈরীর কারণে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল অনেক ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। সামনে পাখিদের প্রজননের মাসগুলোতে বিশেষত শালিক, ময়না, দোয়েল, চড়ুই, পাখিদের রক্ষণাবেক্ষণ ও তাদের জন্য আরামপ্রদ আবাস তৈরী করার জন্য জাবি ছাত্রদলের এই ক্ষুদ্র প্রয়াস৷
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক, এম আর মুরাদ, হাসান হাবিব, নিশাত আব্দুল্লাহ, রায়হান পারভেজ, তরিক আহমেদ, রোকনুজ্জামান, সাকিব আহমেদ, আসাদ জামান, জাহিদ, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ, রিফাত মাহমুদ, নাঈম আহমেদ, তাওফিকুর রহমান, জাহিদ খান, সোলাইমান হোসেন, মেহেদী হাসান শেখ, মনির, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব, আদনান, নাদিম, রোহানসহ আরো অনেকে৷
দিনকাল/এসএস