৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের প্রচারণা
মেহেদী হাসান রিয়াদ, দিনকাল
প্রকাশ: ০৮:০৭ পিএম, ৪ নভেম্বর,সোমবার,২০২৪ | আপডেট: ০৬:৩১ এএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সৈনিক ও জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। সরকার-পরিবর্তনের মধ্য দিয়ে নতুন পরিস্থিতিতে এ বছর আড়ম্বরে দিবসটিকে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ঘোষিত হয়েছে ১০ দিনের কর্মসূচিও।
বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতারা এরইমধ্যে ৭ নভেম্বরকে উদযাপন করতে প্রস্তুতি নিতে শুরু করেছেন। সারা দেশে জিয়াউর রহমানের কর্মকাণ্ডের পরিচিতিমূলক প্রচারণাকে প্রাধান্য দিয়ে এই উদযাপন করছে বিএনপি।
দিবসটিকে কেন্দ্র করে আজ সোমবার (৪ নভেম্বর) দেয়ালে দেয়ালে পোস্টারিং করে প্রচারণা এবং প্রস্তুতি সভা করেছে ঢাকা কলেজ ছাত্রদল।
এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে - সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন রাসেল, সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইশরাক আহমেদ প্রমুখ সহ ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনকাল/এমএইচআর