তারেক রহমান ও জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশে ইবি সাদা দলের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৬ পিএম, ৮ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৩:১৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর স্ত্রী স্বনামধন্য চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ‘সাদা দল' গভীর উদ্বেগ প্রকাশ করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া 'সাদা দল' মনে করে রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।
আজ রবিবার (০৮ জানুয়ারি) পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে উদ্বেগ জানিয়েছেন।
অতি সম্প্রতি তারেক রহমান তাঁর সূযোগ্য নেতৃত্বে জনসাধারণের মধ্যে গণজোয়ারের সৃষ্টি করেছে। যার প্রত্যক্ষ প্রমাণ বিভাগীয় শহরগুলোতে গণ-সমাবেশে জনসাধারণের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তাছাড়াও রাষ্ট্র কাঠামো মেরামতের যে ২৭ দফা রূপরেখা তারেক রহমান কর্তৃক উপস্থাপিত হয়েছে তা নিঃসন্দেহে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির সনদ। বর্তমান সরকার এসব কার্যক্রমে ভীত হয়ে ষড়যন্ত্রমূলকভাবে একের পর এক মিথ্যা, বানোয়াট এবং কাল্পনিক মামলা এবং সম্পত্তি ক্রোকের ঘটনা ঘটিয়ে জনাব তারেক রহমানের গতিপথ রুদ্ধ করার অপচেষ্টা করছে।
বাংলাদেশে অসংখ্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে দূর্নীতির চিত্র গণমাধ্যমে প্রকাশিত হলেও দূদক সেদিক দৃষ্টিপাত না করে জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে 'সাদা দল নেতৃবৃন্দ মনে করে।
আমরা আশা করি জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনসাধারণের মণি কোঠায় যে স্থান করে নিয়েছে তা কখনই মুছে ফেলা সম্ভব নয়। সুতরাং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া 'সাদা দল' এরূপ প্রতিহিংসা পরায়ন রাজনীতি পরিহার করে সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছে সেই সাথে সম্পত্তি ক্রোকের আদেশ প্রত্যাহারেরও দাবী করছে।