সংসদে বিল পাস, পৌনে ১৪ লাখ শিক্ষার্থী ফল পাওয়ার অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২০ পিএম, ২৪ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০২:৪৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিদ্যমান আইন সংশোধন করে সংসদে বিল পাসের মধ্য দিয়ে গত বছরের এইচএসসির ফল প্রকাশের বাধা দূর হলো। দেশের পৌনে ১৪ লাখ শিক্ষার্থী এ ফল পাওয়ার অপেক্ষায় রয়েছে।
আজ রবিবার শিক্ষামন্ত্রী দীপু মনি সংসদে ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’ পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আজ রবিবার কিছুক্ষণের মধ্যে ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’, ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ সংসদে পাস হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১৯ জানুয়ারি সংসদে বিল তিনটি তুলেছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিল তিনটি তোলার সময় তিনি বলেছিলেন, ‘শিক্ষার্থীদের ফলাফল ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, বিল পাস হলেই তা দ্রুত প্রকাশ করা যাবে।’
এইচএসসির ফলাফল প্রত্যাশীরা ফল পাওয়ার স্নাতক পর্যায়ের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া শুরু হবে।