ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০১ পিএম, ১৮ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০২:০০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ফেব্রুয়ারিতে খুলে দেওয়ার আভাস পাওয়া গেছে।
গতকাল রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমে এ তথ্য দেন। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা রয়েছে।’
তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলেলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আংশিক উপস্থিতিতে ক্লাস নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ফেব্রুয়ারি থেকে সব শিক্ষার্থীর ক্লাস শুরু হবে না বলেও জানিয়েছে মাউশি। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে ক্লাস শুরু করা হবে। ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাস শুরু করা হবে।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা রোগী পাওয়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরে ধাপে ধাপে ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।