গ্রিনরোডে ভবনের রেলিং থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৪ পিএম, ১৯ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৫৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর তেজগাঁও গ্রীনরোড এলাকার একটি বাসার সাততলা ভবনের রেলিং থেকে পড়ে এম ডি ইমাম হোসেন (২৩) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মে) সকাল আটটার দিকে এই ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা মোঃ নাদিম আহমেদ জানান, গ্রিনরোড ৭৪/এ একটি বাসার সাত তলার রেলিংয়ের ফাঁকা জায়গা দিয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানারপাটোয়ারী বাড়ি নবগ্রাম গ্রামে। নিহত ইমাম মো. আক্তার হোসেন এর সন্তান। বর্তমানে ৭৪/এ গ্রীন রোড এলাকার বাসায় থাকতেন। এশিয়ান প্যান প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।