সিগারেট খেতে অস্বীকৃতি জানালে ঢাবি শিক্ষার্থীকে নির্যাতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৫ এএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৫৩ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজী ডিপার্টমেন্টের ২য় বর্ষের শিক্ষার্থী আবু তালিব সিগারেট খেতে অস্বীকৃতি জানালে তাকে নির্যাতন করেছেন তার সিনিয়ররা। এ সময় তাকে অকথ্য ভাষায় গালাগালি করে তারা। আবু তালিব গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে তার ওপরে চালানো বর্বর নির্যাতনের বর্ণনা দেয় সাংবাদিকদের সামনে। ভীত কন্ঠে সে আকুতি জানাতে থাকে, তার জীবনের নিরাপত্তা চায় সে। বিশ্ববিদ্যালয়ে ভীতিহীনভাবে চলতে চায়, পড়াশোনা শেষ করে মা-বাবার জন্য কিছু করতে চায়। এবং নির্যাতনকারী সিনিয়রদের শাস্তি দাবি করে সে ইতিমধ্যে অভিযোগপত্রও দিয়েছে প্রশাসনের নিকটে। সংবাদ সম্মেলনে নির্যাতনকারী ৪ জনের নাম বলেছেন আবু তালিব।
তারা হলেন, শেখ শান্ত আলম (সমাজ কল্যাণ ইন্সটিটিউট), ইমদাদুল হক বাঁধন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), শাহাবুদ্দিন ইসলাম বিজয়, (তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), নাহিদুল ইসলাম ফাগুন (আইন)। আবু তালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজী ডিপার্টমেন্টের ২য় বর্ষের শিক্ষার্থী, থাকে মুজিব হলে। বৃহস্পতিবার তাকে মুজিব হলের ২০১(ক) রুমে ডেকে নিয়ে গেস্টরুমের শাস্তি হিসেবে হাতে সিগারেট দিয়ে নির্দেশ করা হয়, মুখের বাইরে ধোঁয়া বের না করে পুরো সিগারেট খেতে হবে এখনই! তালিব সেটা করতে অস্বীকৃতি জানালে তাকে উপর্যুপরি স্টাম্প দিয়ে আঘাত করতে থাকে তার হলের ইমেডিয়েট সিনিয়রেরা। সাথে চলতে থাকে মা-বাবাকে তুলে গালাগালি।