নীলক্ষেতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৯ পিএম, ২ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৪০ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
স্নাতকে ফাঁকা আসন পূরণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই এলাকার সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
আজ বুধবার (২ মার্চ) দুপুর সোয়া ১২টা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
এসময় তারা নানা স্লোগান দিচ্ছেন। তারা বলেন, সাত কলেজের মোট আসনের মধ্যে প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকা সত্ত্বেও ভর্তি কার্যক্রম স্থগিত করে দেয়া হচ্ছে।
বিষয় মনোনয়নের সময় উল্লেখ ছিল সাত কলেজের মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি। কিন্তু চূড়ান্ত মনোনয়নের পর ২৩ ফেব্রুয়ারি হঠাৎ জানানো হয়, সাত কলেজে মোট ২৩ হাজার ২৬২ আসনে ভর্তি নেওয়া হয়েছে। এটি যুক্তিসঙ্গত নয়।
এতে শিক্ষার্থীদের প্রতি প্রশাসন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য এটি হতাশাজনক।