শাবিপ্রবি ভিসি’র বাসভবনের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৪ এএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:২২ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি বাসভবনের বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ রবিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ৮টায় তারা বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থী সাদিয়া আফরিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিকেলে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানান, অনশনের পরও ভিসি পদত্যাগ না করলে তাকে পূর্ণ অবরুদ্ধ করে রাখা হবে।
এর আগে শিক্ষার্থীরা তাদের মঞ্চ থেকে ঘোষণা দেন, রোববারের পর থেকে ভিসির বাসভবনে পুলিশ ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। তার বাসায় পানি, বিদ্যুৎসহ সব পরিষেবা বন্ধ করে দেয়া হবে।