গোপালগঞ্জে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৭ পিএম, ২৭ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০২:৪৩ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
গোপালগঞ্জে বাসচাপায় রিয়াজুল ইসলাম শুভ (২২) নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিক্ষার্থীসহ তিন জন।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াজুল ইসলাম শুভ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুভর গ্রামের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলায়। তার বাবার নাম শামছুল ইসলাম।
ওসি জানান, একটি ভ্যানে করে শুভসহ তিন শিক্ষার্থী ঘোনাপাড়ায় দিকে যাচ্ছিলেন। পথে ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান। এসময় খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিলে চার জন আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই ওই শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।’ এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান শুভর বন্ধু ও শিক্ষকরা। এসময় কান্নায় ভেঙে পড়েন অনেকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান জানান, বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে শুভর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামে বাড়িতে তার মরদেহ দাফন করা হবে।