এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৮ পিএম, ২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৪৭ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
করোনাভাইরাস সংক্রমণের কারণে নির্ধারিত সময়ের আট মাস পর শুরু হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা।
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়।
এবার সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পরীক্ষা হচ্ছে দুই শিফটে। প্রথম শিফটের পরীক্ষা শেষ হবে সাড়ে ১১টায়। দুপুর দুইটায় শুরু হবে দ্বিতীয় শিফটের পরীক্ষা। দেড় ঘণ্টার এই পরীক্ষা শেষ হবে বিকাল সাড়ে ৩টায়।
এবারের এইচএসসি পরীক্ষা অন্যান্য বছরের মতো হচ্ছে না। পরীক্ষা হবে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ে। আর আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে। এ ছাড়া, চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেওয়া হচ্ছে না।