পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৯ পিএম, ৩১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০২:৩৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সর্বশেষ ঘোষিত ছুটি অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। এই ছুটি আরো বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্পষ্ট করে বলেছেন, যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি অনুকূল না হয় ততদিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। তবে পাঠদান কার্যক্রম চলবে ডিজিটাল মাধ্যমে। ভর্তি কার্যক্রমও চলবে অনলাইনে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) নতুন বছরের জন্য বই বিতরণ উৎসব উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি উৎসবে সংযুক্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক স্তরের কয়েকজন শিক্ষার্থীর হাতে এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক পর্যায়ের কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন।
ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। কিন্তু এখানে আমাদের কিছুই করার নেই। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে তাদেরকে আরো বড় ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। তবে পড়ালেখা যাতে অব্যাহত থাকে সেজন্য ঠিক সময়ে নতুন বই পৌঁছানোর চেষ্টা করছি আমরা। শিক্ষার্থীরা যাতে নতুন বইয়ে নিজের নামটা লিখতে পারে, পাতা উল্টে দেখতে পারে।
মা-বাবার উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, আপনারা ছেলেমেয়েদের সময় দেবেন। তারা যেন খেলাধুলা করতে পারে, সেই ব্যবস্থা করবেন। তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। তিনি সবাইকে মাস্ক পরার অনুরোধ জানান। তবে শুধু ঘরে বসে না থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে খোলা ও আলো-বাতাসপূর্ণ জায়গায় বের হওয়ার পরামর্শ দেন।
এসময় বই বিতরণের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার এই স্থবিরতার মধ্যেও সবার হাতে বই পৌঁছানোর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।