দুর্নীতি করায় ভিকারুননিসার অধ্যক্ষ ওএসডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৬ এএম, ৩০ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০১:৪৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণের পর রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানকে প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। ফওজিয়াকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে ওএসডি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, নিয়োগ পরীক্ষার খাতা টেম্পারিং করতে একজন শিক্ষককে নির্দেশ দেন অধ্যক্ষ। বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর তদন্ত শুরু করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনার। শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি করা হলো অধ্যাপক ফওজিয়া রেজওয়ানকে।
এদিকে ফওজিয়ার স্থলাভিষিক্ত করা হয়েছে রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন নাহারকে। তিনিও শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
এ দুই সিদ্ধান্তের বিষয়ে আজ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।