চবিতে ভর্তিচ্ছু ২ শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ এএম, ৩০ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৫৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে।
আজ শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
মারধরকারীরা হচ্ছেন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের জুয়েল, একই সেশনের সংস্কৃত বিভাগের অনিক দাশ, লোকপ্রশাসন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের সুমন, বাংলা বিভাগের সবুজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রনি, ইবনুল ও জাবেদ। এরা সবাই ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মী। সিক্সটি নাইন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারি বলে ক্যাম্পাসে পরিচিত। মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খোরশেদ আলমের ছেলে আরাফাত হোসেন ও রাউজান উপজেলার আবদুল কাদের ছেলে আকতার হোসেন।
বেলা ৩টার দিকে ভর্তি পরীক্ষা শেষে দুই শিক্ষার্থী বাড়ি যেতে রেল স্টেশনে যায়। কিছুক্ষণ পর সিক্সটি নাইনের ৭/৮ জন কর্মী তাদের নাম, ঠিকানা জিজ্ঞেস করে। এসময় তারা বিজয় গ্রুপের কর্মী বখতিয়ারের ছোট ভাই বলার সাথে সাথে সিক্সটি নাইনের কর্মীরা তাদের কিল ঘুষি মারতে থাকে। পরে আহতাবস্থায় তাদের চবি মেডিকেল সেন্টারে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মারধর এটা জঘন্য কাজ। আমরা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিব।