ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৮ এএম, ৩ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৪০ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানীসহ দেশের অন্য সাতটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে মানা হয়নি স্বাস্থ্য বিধিনিষেধ। স্বাস্থবিধি উপেক্ষা করেই অনুষ্ঠিত হয়েছে এই ভর্তি পরীক্ষা।
এ বছর ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৩৯ জন। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৬৮টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সংশ্লিষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ভিসি আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষার্থীদের সাথে বেশি অভিভাবক আসবেন না। এতে পরীক্ষাকেন্দ্রের বাইরে বড় রকমের ভিড় হয়, যা স্বাস্থ্যবিধি মানতে ব্যাঘাত ঘটায়। যারা বিবেকবান মানুষ ও স্বাস্থ্য-সচেতন তাদের এ বিষয়টি বোঝা উচিত। তাই সামনের দিনগুলোতে আশা করব পরীক্ষার্থীদের সাথে যেন অনেক লোক না আসে। এটা অনুরোধ আপনাদের কাছে আমার।