রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শিক্ষককে চাকরিচ্যুত না করা পর্যন্ত অনশনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০১ পিএম, ৩০ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৪২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন চলছে। তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত না করা পর্যন্ত এই অনশন চলবে বলেও ঘোষণা দেন তারা।
অন্যদিকে এ ঘটনায় গঠিত হওয়া তদন্ত কমিটি দ্রুত সঠিক তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল।
অনশনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, আমরা এই শিক্ষকের স্থায়ী বহিষ্কার চেয়ে আজ দ্বিতীয় দিনের মতো অনশন করছি। তাকে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার না করা পর্যন্ত এই অনশন চলবে।
তিনি আরও জানান, অনশনরত অবস্থায় এর মধ্যেই চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে দুজনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে এখানেই স্যালাইন দেওয়া হয়েছিল।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফ বলেন, আমরা ইতিমধ্যেই তার দায়িত্বে থাকা ৩টি গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে বহিষ্কার করেছি। তবু শিক্ষার্থীরা তার শিক্ষক পদ থেকেও পদত্যাগ চাইছে। আমি তাদের বোঝানোর চেষ্টা করে যাচ্ছি।
তিনি বলেন, আজ আবার সব শিক্ষককে নিয়ে তাদের ক্লাসে ফেরার জন্য বোঝাব। যেহেতু তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সেহেতু তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।