কুমারখালী দয়ারামপুরে স্কুলের মাঠ নাকি জলাশয়?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০০ পিএম, ২০ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৩:২৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়ার কুমারখালী দয়ারামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ২০ নং দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি দেখলে মনে হবে, বন্যায় প্লাবিত এলাকা অথবা কোনো জলাশয়। সেই জলাশয়ের সাথেই দুটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে।
জলাবদ্ধ জায়গাটি বিদ্যালয়ের খেলার মাঠ। তবে সেখানে খেলাধুলার সুযোগ নেই। সেখানে জলকেলি করে হাঁসের দল। বছরে প্রায় তিন চার মাস খেলাধুলা থেকে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত থাকলেও নজর নেই কর্তৃপক্ষের।
উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে একই সাথে অবস্থিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ। দুই মাস ধরে পানির নিচে থাকায় স্কুল খুললেও খেলাধুলা ও প্রতিদিনের সমাবেশ (অ্যাসেম্বলি) থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
গতকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির পুরো মাঠ পানিতে থইথই করছে। অনেক ছাত্র তাদের প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে শ্রেণিকক্ষে যাওয়া-আসা করছে। শ্রেণিকক্ষে যাওয়া-আসার সময় ছাত্রীদের কাপড় ভিজে যাচ্ছে। ভেজা কাপড়ে অস্বস্তিতে ক্লাসে বসে থাকতে হয় তাদের।
কয়েকজন শিক্ষক জানান, এতে একদিকে শিক্ষার্থীরা ক্লাসের পড়ালেখায় মনোযোগ দিতে পারে না, অন্যদিকে দিনের পর দিন এভাবে ভেজার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্তমানে প্রাইমারি ও দাখিল মাদ্রাসায় প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করছে। বিদ্যালয়ের মাঠটি খানিকটা নিচু হওয়ায় বৃষ্টির পানি জমে ২ মাস ধরে পানির নিচে ডুবে আছে এবং আরো দুই থেকে তিন মাস এভাবেই থাকবে।
মাঠটি ভরাট করার জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হলেও কোনো ফল হয়নি।