স্প্যানিশ সুপার কাপ আয়োজন করতে চায় না সৌদি আরব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৪ এএম, ১৪ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০২:০৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
করোনাভাইরাসের কারণে জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপার কাপ আয়োজিত হচ্ছে না বলে নিশ্চিত করেছে বেশ কিছু গণমাধ্যম।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন ২০১৯ সালে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিন বছরের জন্য সৌদি স্পোর্টস কর্তৃপক্ষের সঙ্গে স্প্যানিশ সুপার কাপ আয়োজনের চুক্তি করেছিল। জানুয়ারিতে জেদ্দায় অনুষ্ঠিত প্রথমবারের মতো চার দলের এই টুর্নামেন্টে জয়ী হয়েছিল রিয়াল মাদ্রিদ।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে বেশকিছু বিধিনিষেধ এখনো বহাল থাকায় সৌদি আরব আগামী জানুয়ারিতে এই টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী নয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। একই সঙ্গে সৌদি আরবের ইচ্ছা আকর্ষণীয় এই টুর্নামেন্টে যেন স্টেডিয়াম ভর্তি দর্শক উপস্থিত থাকতে পারে। এ কারণে সৌদি আরব এক বছরের জন্য ক্ষতিপূরণসহ চুক্তি বৃদ্ধি করতেও রাজি আছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন অবশ্য পরিবর্তনের বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। তবে এ ব্যাপারে শিগগিরই ঘোষণা আসছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও রানার্স-আপ বার্সেলোনা সুপার কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের সঙ্গে আরো রয়েছে কোপা ডেল রে ফাইনালিস্ট রিয়াল সোসিয়েদাদ ও এ্যাথলেটিক বিলবাও। গত বছর থেকে চার দলের এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত সাধারণত আগস্টে লিগ শুরুর প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে এই সুপার কাপ আয়োজিত হতো।