ববিতে অনলাইন ক্লাসের অফলাইন ফি, শিক্ষার্থীদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৮ এএম, ২৬ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:৫১ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নতুন বর্ষে ভর্তির ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ ফি ধার্য করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় তুলছেন শিক্ষার্থীরা। তাদের দাবি গত এক বছর কোভিড পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে অনলাইনে ক্লাস চালিয়ে যেতে হয়। সেক্ষেত্রে পরিবহন সার্ভিস তারা ব্যবহার করেননি। তবুও পরিবহন ফি ধার্য করা কেন হয়েছে রীতিমতো সেই উত্তর খুঁজছেন তারা। মূলত গত মঙ্গলবার (২৪ আগস্ট) পদার্থবিজ্ঞান বিভাগের প্রকাশিত একটি নোটিসকে কেন্দ্র করে এই ক্ষোভের উৎপত্তি। সেখানে দেখা যায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২য় বর্ষ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৩য় বর্ষের শিক্ষার্থীদের বর্ষভিত্তিক ভর্তির ক্ষেত্রে ১০০০ টাকা এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ৩য় বর্ষ, ২য় সেমিস্টারে ভর্তির ক্ষেত্রে ৫০০ টাকা পরিবহন ফি ধার্য করা হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি তারা অনলাইনে ক্লাস করেছেন ফলে পরিবহন সার্ভিস ব্যবহার করেননি।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ মিলান বলেন, দেড় বছর ধরে শিক্ষার্থীরা পরিবহন সুবিধা ভোগ করছে না। করোনা মহামারিতে প্রায় ৭০-৮০% পরিবারের অবস্থা ভালো না। এই সময়ে এমন অযৌক্তিক ফি চাপিয়ে দেয়া প্রহসন ছাড়া কিছুই না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ মুহাসিন উদ্দিন বলেন, বিভিন্ন ফি মূলত বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি ধার্য করে থাকেন যেটা পরবর্তীতে ইউজিসিতে যায়।