ঢাবি শিক্ষার্থীদের পরিবহন-আবাসিক ফি মওকুফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৮ এএম, ২ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:২২ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পরিবহন ও আবাসিক ফি দিতে হচ্ছিল। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ছাত্র সংগঠনগুলো। সিনেট অধিবেশনেও এসব ফি মওকুফের দাবি জানান ছাত্র প্রতিনিধিরা। অবশেষে শিক্ষার্থীদের পরিবহন ও আবাসন ফি শিক্ষা কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত মওকুফ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরম্ভ না হওয়া পর্যন্ত সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে। ইতিমধ্যে যারা উক্ত ফি পরিশোধ করেছেন তা যথাসময়ে সমন্বয় করা হবে।