বাড়িতে ওষুধ ভাল রাখবেন যেভাবে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৭ এএম, ২০ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০১:২৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাড়িতে সাধারণত ওষুধ অনেকদিন ধরে হয় কোনো জার বা বদ্ধ একটা প্লাস্টিকের বাক্সে জমা করে রেখে দেয়া হয়। তবে প্রায়শই স্যাঁতসেঁতে বর্ষায় কিংবা ঠিক মতো আলো-বাতাস না পাওয়ায় অনেকদিনের জন্য আনা এসব ওষুধ নষ্ট হয়। ফলে মেয়াদ থাকার পরেও আমাদের বাধ্য হয়েই ফেলে দিতে হয় সেসব দামী পথ্য। তাহলে বাড়িতে ওষুধ ভাল রাখার উপায় কী?
বাড়িতে ওষুধ সংরক্ষণ করার জন্য মানতে হবে কয়েকটি নিয়ম। তাহলে ওষুধের মেয়াদ পর্যন্ত মান ঠিক রাখা যাবে ওষুধের।
প্লাস্টিকের ব্যাগে ওষুধ রাখা যাবে না। রাখলে ওষুধের প্রভাব কমে যেতে পারে। ইনসুলিন ও লিকুইড অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বেশি সাবধানতা নেয়া উচিত। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সাধারণত ৩০ দিন পর্যন্ত ঠিক থাকে ইনসুলিন।
শুধু আলো, পানি, বাতাস নয়, মানুষের জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ ওষুধ। সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা নিত্যসঙ্গী। তাই বাড়িতে হাতের কাছেই মজুত রাখতে হয় ওষুধ।
ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখতে হবে ওষুধ। ড্রেসার ড্রয়ার কিংবা কিচেন ক্যাবিনেটে রাখা যেতে পারে ওষুধ। তবে আগুন, স্টোভ, সিঙ্ক এবং গরম কোনও সরঞ্জাম থেকে দূরে রাখতে হবে। স্টোরেজ বক্স বা তাকে রাখা যেতে পারে ওষুধ। না হলে মেয়াদ শেষের আগেই নষ্ট হয়ে যেতে পারে ওষুধ।
একটি পাত্রে অনেক ওষুধ একসঙ্গে না রাখারই পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। না হলে মেয়াদের আগেই বদলে যেতে পারে ওষুধের রং, গন্ধ।