অতিরিক্ত রসুন খাওয়ার বিপদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১২ এএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৪৭ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
করোনা পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকেই রসুন খাচ্ছেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন অতিরিক্ত রসুন খেলে আপনি মারাত্ম স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত রসুন খেলে লিভারের ক্ষতি হতে পারে। তাই রসুন খাওয়ার আগে চিকিৎসকেদের পরামর্শ নিন।
সবার শরীরে রসুন সহ্য নাও হতে পারে। কারণ রসুন শরীর দ্রুতই গরম করে ফেলে। চিকিৎসকদের মতে, রসুনের কিছু কিছু গুণের জন্য শারীরিক সমস্যা বাড়িয়ে তুলতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুনের কোনও জুড়ি নেই। কাঁচা রসুন খেলে বা খুব বেশি রসুন খেলে কিন্তু শরীরের ওপর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই অতিরিক্ত রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।