অস্ত্র হাতে ধাওয়া ও গুলি, কাদের মির্জার সহযোগীর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৮ পিএম, ১৯ মে,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:০৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার দুই অনুসারী অস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া ও গুলি করছেন—এমন একটি ভিডিওচিত্র ফেসবুকে ভাইরাল (ছড়িয়ে পড়া) হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ মে) রাতে ভিডিওটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে পেয়েছে। তবে আজ বুধবার দুপুর পর্যন্ত পুলিশ অস্ত্রধারী দুজনকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অস্ত্রধারী ওই দুই ব্যক্তি হলেন সহিদ উল্যাহ ওরফে কেচ্ছা রাশেল (২৫) ও আনোয়ার হোসেন ওরফে পিচ্ছি মাসুদ (২৮)। দুজনই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাঁদের বিরুদ্ধে ১০টির বেশি করে মামলা রয়েছে।
কেচ্ছা রাশেল, পিচ্ছি মাসুদসহ সাত থেকে আটজনের একটি দল ১৩ মে বিকেল পাঁচটার দিকে অতর্কিতে বসুরহাট পৌরসভার করালিয়া এলাকার একটি দোকানে হামলা চালায় বলে অভিযোগ উঠেছিল।
হামলাকারীরা সেখানে অবস্থানরত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের (বাদল) অনুসারীদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়েছিল। ছড়িয়ে পড়া ভিডিও চিত্রটি ওই ঘটনার বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পিচ্ছি মাসুদ গুলির পর একপর্যায়ে হাতে থাকা পিস্তল কোমরে লুকিয়ে রাখেন। তবে কেচ্ছা রাশেল গুলির পরও কিছুক্ষণ সেখানে অস্ত্র হাতে ঘোরাঘুরি করেন। দু-তিন মিনিটের ওই হামলা-গুলির ঘটনায় মিজানুর রহমানের পাঁচজন অনুসারী আহত হয়েছিলেন। পরে কোম্পানীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির কার্তুজ উদ্ধার করে।
এ বিষয়ে বক্তব্য জানতে কাদের মির্জার মুঠোফোন নম্বরে ফোন দিলেও নম্বরটি ব্যস্ত পাওয়া যায়। পরে বেলা সোয়া একটার দিকে কাদের মির্জার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত স্বপন মাহমুদ বলেন, ‘মেয়র সাহেব অসুস্থ, ঘুমাচ্ছেন।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, হামলার ঘটনার দিনই থানায় মামলা হয়েছে। তবে হামলায় অস্ত্র ব্যবহারের বিষয়টি হালকাভাবে এসেছিল। এখন গুলির ভিডিওচিত্রটি তাঁরা হাতে পাওয়ায় তদন্তে গতি আসবে।