ফরিদপুরে ছাত্রদল নেতা কায়েসের ঈদ সামগ্রী বিতরণে পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫০ পিএম, ১৩ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৩৫ পিএম, ৮ নভেম্বর,শুক্রবার,২০২৪
ফরিদপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চরভদ্রাসন উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েস জানান, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন তিনি। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী (নতুন দোকান) এলাকায় দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে তিনি চাল, চিনি, সেমাই ও দুধ ঈদ বিতরণ করতে যান। কিন্তু সেখানে তারা উপস্থিত হলে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয়ে তাঁদের বাঁধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। পরে তাঁদেরকে দুই মিনিটের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের নির্দেশ দেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আ. কুদ্দুস শেখ, চরভদ্রাসন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলিম মন্ডল, সরকারি ইয়াছিন কলেজের সাবেক ভিপি মোঃ রেজাউল ইসলাম রেজা, জেলা ছাত্রদল নেতা সোহান আল মাহমুদ, পারভেজ খান, নাজমুল হাসান, চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জান এ আলম, চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন শুভ, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, রাকিবুল ইসলাম, আকমাল চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা তড়িঘড়ি করে উপস্থিতদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।
এব্যাপারে জানতে চাইলে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারণে বর্তমানে গণ জমায়েত নিষেধ। তাছাড়া তারা ফরিদপুর হতে এসব বিতরণ করবে সে তথ্যও পুলিশকে জানানো হয়নি। এজন্য এভাবে লোক সমাগম করতে তাদের বারণ করা হয়।