‘খালেদা জিয়ার অবস্থা পর্যালোচনা করেছে মেডিকেল বোর্ড, আগের চিকিৎসাই চলছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৬ এএম, ৮ মে,শনিবার,২০২১ | আপডেট: ১০:১৮ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সরকার অনুমতি দিলে মেডিকেল বোর্ড সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ শুক্রবার রাত আটটায় এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া এখনো এভারকয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। গতকাল জুমার নামাজের পূর্বে মেডিকেল বোর্ডের সদস্যরা হাসপাতালে আসেন। ওনার কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন। মেডিকেল বোর্ড পর্যালোচনা শেষে আগের যে চিকিৎসা ছিল সেটাই অব্যাহত রেখেছেন। গতকালের ন্যায় আজকেও ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আমরা তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
খালেদা জিয়া বিদেশে যাওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম কি না এমন প্রশ্নে তিনি বলেন, সরকারের কাছে ম্যাডামের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। দলের পক্ষ থেকেও সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। এটি এখন সরকারের বিষয়। সরকার কবে নাগাদ, কিভাবে ওনাকে বিদেশে যাওয়ার অনুমতি দিবে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অনুমতি পাওয়া যায়নি। বাংলাদেশের একটি স্বনামধন্য হাসপাতালে এবং দেশের স্বনামধন্য মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সরকার অনুমতি দিলে মেডিকেল বোর্ড সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানাবে।