মীর হেলালের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রবাসী বিএনপির নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩২ পিএম, ২৮ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:১৪ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটি সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মিথ্যা মামলা দায়েরে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করা বর্তমান আওয়ামী সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে।
বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে হাটহাজারী থানায় দায়েরকৃত মামলা বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। হেফাজতে ইসলামের কর্মসূচির সঙ্গে বিএনপির কোনো প্রকার সংশ্লিষ্টতা ছিল না। তা সত্ত্বেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হেফাজতের মামলায় জড়িয়ে গ্রেফতার ও হয়রানি করছে।
নেতৃদ্বয় অবিলম্বে ব্যারিস্টার মীর হেলাল সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
নিন্দা জ্ঞাপনকারী:বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এশিয়া-প্যাসিফিক অঞ্চলীয় স্বাধীনতার সুর্বন জয়ন্তী উদযাপন সমন্বয় কমিটির আহ্বায়ক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি স্বাধীনতার সুর্বন জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির আহ্বায়ক আহমেদ আলী মুকিব, আমেরিকা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন আমেরিকা কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, বেলজিয়াম বিএনপির সহসভাপতি আবুল হাসনাত সামছুল, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব শওকত আলী, ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির, অষ্ট্রিয়া বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন, অষ্ট্রিয়া বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদূর রহমান মাসুদ, জার্মান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান, ইতালি বিএনপির যুগ্ম সম্পাদক শাহ তৌহিদ কাদের, বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেন, পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েফ আহমেদ সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ খালেদ আহমদ মিনহাজ, সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, আমেরিকা ইলিয়িন ষ্ট্রীট বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু মিয়া, আমেরিকা ম্যারিল্যান্ড বিএনপির সদস্য কবিরুল ইসলাম, কানাডা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার উদ্দিন, মালদ্বীপ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আমেরিকা মিশিগান সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ, ইতালী বিএনপি নেতা খলিলুর রহমান খোকন ও সুলেমান বেগ প্রমুখ।