

আখতারকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার সত্যতা মিললো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৩ পিএম, ১৪ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৩১ পিএম, ২ জুলাই,শনিবার,২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক এবং ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার যে অভিযোগ সংগঠনটির নেতাকর্মীরা করেছিলেন, তার সত্যতা মিলেছে।
আখতার হোসেনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে তুলে নিয়ে যায় পুলিশ। রাতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সম্প্রতি মতিঝিলে ছাত্র অধিকার পরিষদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
গতকাল ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, আসন্ন রমজান মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। বিতরণ শেষে মধুর ক্যান্টিন থেকে আইন অনুষদের সামনে গেলে সেখানে কয়েকজন আখতারকে পুলিশের গাড়িতে করে নিয়ে যায়। এ সময় আখতারের সঙ্গে থাকা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকেও তুলে নিতে চেষ্টা করলে তিনি পালিয়ে যান।
এ বিষয়ে আরিফুল ইসলাম আদিব বলেন, ‘ত্রাণ বিতরণ শেষে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে মধুর ক্যান্টিন থেকে রওনা দিই। আইন অনুষদের সামনে দিয়ে হেঁটে যাওয়া সময় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইস উদ্দিন আমাদেরকে আটকান। অদূরে একটি পুলিশের গাড়ি দেখিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলতে চান বলে জানান। পরে গাড়ির নিকট গেলে জোরপূর্বক তাকে উঠিয়ে নিয়ে যান।’
এই বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘এই বিষয়ে আমরা কিছুই জানি না। শাহবাগ থানায় আটক করা হয়নি।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

জনগণ যেদিন ভোট দিতে পারবেন সেদিনই আমরা নির্বাচনে আসবো : গয়েশ্বর

আলেমদের মুক্তি না দিলে হাইকোর্ট ঘেরাওয়ের হুমকি জাফরুল্লাহর

আওয়ামী লীগ সরকার বন্যার পানিতে ভেসে যাবে : আফরোজা আব্বাস

সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত এদেশের মানুষের মুক্তি আসবে না : মির্জা ফখরুল
