বিএনপির বিরুদ্ধে নয়, দলটির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫২ এএম, ৭ নভেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৯:৩১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দেশের অব্যাহত সমৃদ্ধিতে বিএনপির চোখের কোনে বালি জমেছে দেশের উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার কথা তাদের কানে জ্বালা ধরায়, তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়। অন্য কিছু শুনতে ও দেখতে পায় না। আমি বিএনপির বিরুদ্ধে নয়, দলটির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। বললেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার ওবায়দুল কাদের তার সরকারি বাস ভবন থেকে অনলাইনে ব্রিফিংকালে এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুধু বিএনপি নিয়ে কথা বলেন বলে গতকাল বৃহস্পতিবার অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কথার জবাবে আজ শুক্রবারের ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি বিএনপির বিরুদ্ধে বলি না, বলি বিএনপির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে।’
বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন সরকার জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারে দিকে ঠেলে দিচ্ছে-তার এমন অভিযোগের জবাবে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তির ছুঁড়ে যাচ্ছে। বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না।’
এক সময় নাটক করতেন বলে মির্জা ফখরুল যে মন্তব্য করেছেন তার জবাব দিয়েছেন আওয়মী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিষয়টি সত্য নয়। বই লিখেছি, সাহিত্যের অন্যান্য ধারায় যুক্ত ছিলাম। কিন্তু ফখরুল সাহেব ছাত্র জীবনে ভালো অভিনয় করতেন, সেই ধারাবাহিকতায় মির্জা ফখরুল সাহেব তার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলছেন বলে মনে করছেন অনেকেই।’
শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত তখনো বিএনপি অন্ধকার দেখে উল্লেখ করে আওয়ামী কাদের বলেন, ‘যাদের দেখার চোখ নেই,তারাতো চারদিকে অন্ধকার দেখবেই। বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খোঁজে।’