আ.লীগ মুখে স্বাধীনতার কথা বললেও বাস্তবে বিশ্বাস করে না : আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০২:১৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপিকে জনগনের হৃদয়ে টিকিয়ে রাখতে, জিয়াউর রহমানের আদর্শ পুরোপুরি অনুসরন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন, দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, অপকর্ম নির্যাতন আর লুটপাটের জন্যেই আওয়ামী লীগ জনগন থেকে অনেক দুরে সরে গেছে। আর বিএনপি জনগণের ভালোবাসা নিয়েই তাদের পাশে আছে।
আজ রোববার(২২ ডিসেম্বর) রাজশাহীর মোহনপুরে দ্বি-বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম।
আওয়ামী লীগ মুখে স্বাধীনতার কথা বললেও, আসলে তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, বরঞ্চ বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। বিএনপি জনগনের ক্ষমতায়নে বিশ্বাস করে। দলটির এই নেতা বলেন যখনই নির্বাচন দেন না কেন, বিএনপি জনগনের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যাবে। আর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
এসময় অন্তবর্তী সরকারের নানা অভিযোগের জবাবও দেন এই বিএনপি নেতা। বলেন, আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক এদেশের জনগন আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না।
বলেন, কাজ এবং যোগ্যাতার মাধ্যমে তারেক রহমান নিজেকে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে প্রমান করেছেন। ৫ আগষ্টের পরে তারেক রহমান শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন বলেই আওয়ামী লীগের ওপর হামলা হয়নি। এসময় নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ নিয়ে জনগনের কাছে ছুটে যাওয়ার আহ্বানও জানান আব্দুস সালাম।