রাজশাহী জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ পিএম, ৩০ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:১৪ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর রানীবাজারস্থ্য অলকার মোড়ের এই কর্মসূচীর নির্ধারিত স্থান থাকলে বোয়ালিয়া থানা পুলিশ কোন কিছু বলেই নির্ধারিত স্থানে সমাবেশ করতে দেয়নি। পুলিশ সেখানে নেতাকর্মীদের দাঁড়াতে না দিলে নেতা কর্মীরা খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে পরবর্তীতে আবার পুলিশি বাধা ভেঙেই অলোকার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মালোপাড়া বিএনপি অফিসের সামনে সে সমাবেশ করেন। মিছিল ও সমাবেশ করার সময় পুলিশ চারিদিকে ঘিরে রাখে।
২৬মার্চ স্বাধীনতা দিবসে বাইতুল মোকাররম, হাটহাজারী ও ব্রাক্ষণবাড়িয়াসহ সারা দেশের বিভিন্ন স্থানে পুলিশ, চাত্রলীড়, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলমানদের উপর নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে এই সমাবেশ করেন তারা। নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতয়ি নির্বাহী কমিটির রাজশাহী বিবাঘীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহীন শওকত।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি হাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, আবু বক্কর সিদ্দিক, প্রফেসর আব্দুস সামাদ, সৈয়দ মহসিন, ডিএম জিয়াউর রহমান, জাকিরুল ইসলাম বিকুল, অধ্যাপক সিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন, আলী হোসেন, আবু বকর সিদ্দিক, আমিনুল হক মিন্টু, নজরুল ইসলাম, সাবেক এমপি ও জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, আব্দুল হামিদ বাবলু, তোফায়েল হোসেন রাজু, আবু হেনা ও পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু।
আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, সহ-সভাপতি সুলতান আহম্মেদ, জেলা কৃষকদলের আহ্বায়ক আল আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক আলম মাস্টার, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটন, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল, সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম ও যুগ্ম সাধারণ সম্পাদক আরফিন কনকসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে জড়িত পুলিশ সদস্যদের প্রচলিত আইনে বিচার করার দাবী জানান। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে এই সরকারের পদত্যাগ দাবী করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও রাজশাহীসহ সারা দেশের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান নেতৃবৃন্দ।