ময়মনসিংহের তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৪ পিএম, ৩০ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:৫৫ এএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহের তারাকান্দায় নৃশংসভাবে মানুষ হত্যা, হামলা,তান্ডব,ভোটের অধিকার ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে আজ মঙ্গলবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ ও সমাবেশ পুলিশি বাধা অপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারস্থ কৃষিব্যাংক সংলগ্ন সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ইয়াছিন আলী মেম্বার, এ.টি.এম মুখলেছুজ্জমান (মুকুল), ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম সারোয়ার (টিটু), মাসুদ ফারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান সোহেল, তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল, এস.এম আমিনুল ইসলাম,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,আজাহার ইসলাম মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছায়াদুল ইসলাম মন্ডল,ফজলুল হক,আমির হাসান স্বপন, জহিরুল হক প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মৎসজীবি দলের নেতৃবৃন্দ।