নাশকতা মামলায় নিপুন রায় তিন দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৪ পিএম, ২৯ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৪:৫৫ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বাসে আগুন দেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (২৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর আসামির নাম হাজি আরমান হোসেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআর) সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার দুপুরে হাজারীবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা সুদীপ কুমার বিশ্বাস তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন।
অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।'
গতকাল রোববার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর রায়েরবাজারে নিজ বাসা থেকে নিপুন রায়কে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, নিপুন রাজধানীসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
নাশকতা ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করা হবে।